Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে চাই: বদির স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


আমরা টেকনাফকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন আব্দুর রহমান বদির স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার। 

আজ শনিবার বেলা ১১টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০২ জন ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা টেকনাফকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন সকলে এক হয়ে ইয়াবামুক্ত টেকনাফ গড়ি।

এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ প্রমুখ।

Bootstrap Image Preview