Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী হলে কি করবেন মৌসুমী?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ে রাজনীতির মাঠে সরব তারকারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক তারকাই মনোনয়ন কিনেছিলেন। কয়েকজন সংসদে যাওয়ার টিকিট পেলেও বাকিরা হতাশ হয়েছেন, তবে দলের প্রতি তাদের ভালোবাসা কমেনি।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনেছিলেন বেশ কিছু তারকা। তাদের মধ্যে ছিলেন মৌসুমী, সুজাতা, কবরী, দিলারা, নূতন, রোকেয়া প্রাচী, সূবর্ণা মুস্তাফা, শমী কায়সার, অপু বিশ্বাস, সাহারা, শাহনূর, তারিন জাহান, জ্যোতিকা জ্যোতি, সুইটি, মিষ্টি জান্নাতসহ বেশ ক’জন অভিনেত্রী। তবে সকলের মধ্যে শুধু সূবর্ণা মুস্তাফা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছেন।

মনোনয়ন না পেলেও রাজনীতির সঙ্গে থাকবেন মৌসুমী। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘মনোনয়ন ফরম তোলার মধ্য দিয়েই তো পরিষ্কার হয়ে গেছে, আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। এখন থেকে নিয়মিতভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চাই।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছি। দলীয় কর্মসূচি নিয়ে নিজ এলাকায়ও মাঝেমধ্যে সফর করার ইচ্ছা আছে।’

প্রধানমন্ত্রী হলে প্রথমে দেশের কোন সমস্যা দূর করবেন জানতে চাইলে মৌসুমী বলেন, ‘সবার আগে দুর্নীতি দমন করব।‘

Bootstrap Image Preview