Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাত শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৭ AM

bdmorning Image Preview


টঙ্গির তুরাগ তীরে কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে চলা ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ ইজতেমা। গত ইজেতেমার মতো এবারও দোয়া পরিচালনা করবেন কাকরাইল মারকাজের শীর্ষ শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মাদ জোবায়ের।

শনিবার সকাল ৮ টার দিকে শুরু হয়েছে বিশেষ হেদায়েতি বয়ান। মাওলানা খুরশিদ আলমের বয়ান শেষে হেদায়েতি বয়ান করছেন মাওলানা ইবরাহিম দেওলা।

এদিকে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মানুষ ইজতেমার বিশেষ এ মুনাজাতে অংশ নিতে সকাল থেকেই ইজতেমার দিকে এসে জড়ো হয়েছেন ইজতেমার ময়দানের পাশের রাস্তায় ও আশপাশের অলিগলিতে।

পুলিশ বলছে, মুনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে।

এবারের ইজতেমায় অনেক বিদেশি শীর্ষ আলেম মুরব্বি অংশ নিয়েছেন। ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহাইরুল ইসলাম অংশ নেন।

বাংলাদেশের শীর্ষ সব উলামায়ে কেরামও এবার ইজতেমায় অংশ নিয়েছেন। গতকাল ইজতেমায় জুমা আদায় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি মুনাজাতের পর মাঠ ত্যাগ করবেন বলে জানা গেছে।

এছাড়াও তাবলীগের আলেম উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান ও আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ আলেমগণ ইজতেমায় উপস্থিত হয়েছেন।

Bootstrap Image Preview