Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় নারীদের মাঝে প্রশিক্ষণ শেষে কোয়েল বিতরণ

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২০ জন নারীকে কোয়েল পরিচর্যা ও প্রজনন বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শেষে কোয়েল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তালাস্থ দলিত অফিস চত্বরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

ইতালির দাতা সংস্থা ‘ফান্ডাজিঅন সানজিনো’ এর সহযোগিতায় বেসরকারি সংস্থা দলিত’র টিপসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে দলিত প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।

এসময় প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগী নারীদের মাঝে ২০টি করে কোয়েল, কোয়েলের খাদ্য ও বাসস্থান এর যাবতীয় উপকরণ বিতরণ করা হয়।
 

Bootstrap Image Preview