Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যতিক্রমী উদ্যোগে ভালোবাসা দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৪ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview


বিশ্ব ভালোবাসা দিবস অন্যরকমভাবে পালন করল 'ওয়ান ফোর এনাদার' নামে ঠাকুরগাঁওয়ের একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন। তারা ভালোবাসা ভাগাভাগি করে নিল হাসপাতালের রোগীদের সঙ্গে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সংগঠনটির নেতৃবৃন্দ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

যেমন ভাবনা, তেমন কাজ। স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন 'ওয়ান ফোর এনাদার' এর নেতৃৃবৃন্দরা ঠাকুরগাঁও সরকারি সদর হাসপাতালের রোগীদের মাঝে ৪শ' আপেল, কমলা লেবু ও ফুল বিতরণ করার মধ্যেদিয়ে ভালোবাসা ভাগাভাগি করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাংঠনিক সম্পাদক ওসমান গণি, উপ-দফতর সম্পাদক আবির হোসেন রকি, স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন 'ওয়ান ফোর এনাদার' এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর হাসান, সাধারণ সম্পাদক মোঃ রাতুল হাসান নিশুসহ সকল সদস্যবৃন্দ।

স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন 'ওয়ান ফোর এনাদার' এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর হাসান বলেন, প্রতিবছর ভালোবাসা দিবসে সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে দিনটি উদ্‌যাপন করেন। তারাও তেমনটাই করতেন। কিন্তু এবার তারা ব্যতিক্রম কিছু করার উদ্যোগ নেন। আর সে ভাবনা থেকেই হাসপাতালের রোগীদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তারা।

Bootstrap Image Preview