Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুরে বিজিবি কর্তৃক ছাত্র, শিক্ষক ও পথচারীকে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন মানুষ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিনা অপরাধে পথচারী ও স্কুলের শিক্ষার্থীকে গুলি করে মারায় দোষী বিজিবিদের বিচার দাবি করে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মানববন্ধনকারীরা।

উল্লেখ্য, বহরমপুর গ্রামের এক ব্যক্তি সকালে গরু নিয়ে যাদুরানী বাজারের উদ্দেশে বের হন বিক্রি করার জন্য। ওই গরু পাচার করে আনা হয়েছে সন্দেহে বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা তা জব্দ করতে গেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে বকুয়া ইউনিয়নের রুইয়া গ্রামে নজরুল ইসলামের ছেলে নবাব (৩০) ও জহিরুলের ছেলে সাদেক মিয়া (৪০) এবং বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে জয়নাল (১৩) নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরও ১৫ জন।

Bootstrap Image Preview