Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় কৃষিবিদ দিবস পালিত হয়েছে।

কৃষিবিদ ইনষ্টিটিউশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক শেখ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা নুরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা বিনেরপোতা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামানু কৃষি গবেষক বিনের পোতা আল আরাফাত তপু, গবেষক ওলি আহম্মদ ফকির, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা রঘুজিৎ গুহ প্রমুখ।

কৃষি সম্প্রসারন,মৎস ও প্রাণী সম্পদ অধিদপ্তর দিন ব্যাপী কৃষি সেবা ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে কৃষি, মৎস্য, ডেইরি ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংস্থার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview