Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পহেলা ফাল্গুনে তরুণদের উদ্যোগে জনসচেতনামূলক কাজে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
পহেলা ফাল্গুনে তরুণদের উদ্যোগে জনসচেতনামূলক কাজে


ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি দুই মাস পরপর নতুন কিছু সৌন্দর্য নিয়ে হাজির হয় নতুন এক ঋতু। কখনো আধার শেষে আসে নতুন এক ভোর, নতুন এক দুপুর আর নতুন কিছু স্বপ্ন। আর সেইসাথে নতুন করে মহারাণীর বেশে তার নতুন আলো ফুটিয়ে তোলে, রুপে-গুনে পাগল করে তোলে চারপাশ। তেমনি এক অপার সৌন্দর্য নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। আর সাথে নিয়ে আসছে নতুন এক ফাল্গুন, যার সাথে রয়েছে কৃষ্ণচূড়ার বেখদল শুভেচ্ছা। নতুন করে সাজবে প্রকৃতি, নতুন করে ফুটবে আলো, প্রাণ পাবে সব অদেখা স্বপ্ন।

প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। ফুটেছে আমের মুকুল। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। মধুর কুহুকুহু ডাক নিয়ে আসবে পাতার আড়ালে লুকিয়ে থাকা বসন্তের দূত কোকিল। ব্যাকুল করে তুলবে বিরহী অন্তর।

পহেলা ফাল্গুনে যখন সারা দেশ আনন্দ উল্লাসে ব্যাস্ত সে সময়ে কিছু তরুনের উদ্যোগে জনসচেতনামূলক কাজে নিজেদের ব্যাস্ত রেখেছেন ঢাকার ব্যস্ততম সাথান শাহবাগে।

ছবিটি শাহবাগ মোড় থেকে তুলেছেন এম এইচ অভি

প্রকৃতির এ সাজ শুধু তার নিজের মাঝেই লুকিয়ে থাকে না। ঋতুরাজকে স্বাগত জানাতে বসন্তের সাজে দেশজুড়ে সকলে ব্যাকুল হয়ে থাকে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে রমণীরা নিজ রুপে সাজিয়ে তোলে নতুন এক স্বর্গরাজ্য। খোপায় লাল টকটকে কৃষ্ণচূড়ার ফুল। বাঙালির হাজার বছরের ঐতিহ্যেভরা বাসন্তি রঙের শাড়ি। গায়ে জড়াবে মাটির তৈরি অলংকার। আহ! আসলেই প্রকৃতি যেন হার মেনে যায় এ সাজের কাছে। এইতো আমার মা, মাটির মা।

ছবিটি চারুকলা থেকে তুলেছেন এম এইচ অভি

Bootstrap Image Preview