Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে গরু চোরদের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গরু চোরদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদৌসৈয়দপুর বাহির পাড়া এলাকায় গত মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘটনার সত্যতা স্বীকার স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল জানান, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে ইউনিয়নের পাটগারি গ্রামের আইয়ুব আলীর ছেলে মোক্তার হোসেন (৪০) ও ওয়াহাব আলীর ছেলে আব্দুল খালেক (৩৫) নামের দুই পেশাদার গরু চোর একই গ্রামের আবেদ আলীর ছেলে ইছা আলীর বাড়ির গোয়াল ঘরে হানা দেয়। তারা প্রায় ৩ লাখ টাকা মূল্যের দুটি গাভী চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গ্রামবাসী একত্রিত হয়ে গ্রামের অদূরে স্কুল এলাকা থেকে গাভীসহ ওই দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ সময় অপর দুই গরু চোর পালিয়ে যায়। তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন এলাকার কৃষকরা।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পলাতক ওই দুই গরু চোরকে গ্রেফতারে মঙ্গলবার রাতেও অভিযান চালিয়েছে। তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Bootstrap Image Preview