Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালে কৃষিবিদ দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে সামনে রেখে বরিশালে কৃষিবিদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকালে নগরীর বগুড়া রোডের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষিবিদদের সংগঠন কেআইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ মো. আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ এস এম সামসুল আলম।

বক্তব্য রাখেন কৃষি ইনস্টিটিউট বরিশাল জেলা শখার সাধারন সম্পাদক মো. নূরুল আলম, বরিশাল মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা ফাহিমা হক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা। 

সভায় কৃষিবিদ বক্তারা বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমবর্তন অনুষ্ঠানে সরকারি চাকরি কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ মর্যদায় উন্নীত করেছিলেন। এ কারণেই ১৩ ফেব্রয়ারি দেশের সকল জেলা ও উপজেলায় কৃষিবিদ দিবস পালিত হচ্ছে।

সভার আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল খামার বাড়ি থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের খামার বাড়ি গিয়ে শেষ হয়। 

Bootstrap Image Preview