Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেইন ট্রি'তে ধর্ষণ: সাফাতের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীতে আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের জামিন বাতিল করেছে আদলত। তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। 

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেম উল কায়েস এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, এদিন সাফাত আহমেদের জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। সেই হিসেবে জামিনে থাকা সাফাত আহমেদ আজ ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেম উল কায়েসের আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত বছরের ২৯ নভেম্বর সাফাত আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন একই বিচারক। 

এ ছাড়াও কারাগারে থাকা এই মামলার আসামি সাফাতের বন্ধু নাঈম আশরাফের জামিন আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

অপরদিকে বুধবার এ মামলার ভিক্টিমকে জেরা করার দিন ধার্য ছিল। আদালতে তাকে জেরা করে আসামিপক্ষের আইনজীবী। তবে তাকে জেরা করা শেষে না হওয়ায় ট্রাইব্যুনাল পরবর্তী জেরার জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে ওই ঘটনায় একই বছরের ৬ মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করে বনানী থানায় ধর্ষণের মামলা করেন এক ভুক্তভোগী।

Bootstrap Image Preview