Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেনেজুয়েলার সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া, আমেরিকাকে হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


ভেনেজুয়েলার সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে এমন বার্তা দেয়া হয়। সেইসঙ্গে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগে আমেরিকাকে সতর্ক করেছে দেশটি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাভকব দেশটির সংবাদ সংস্থা তাসকে জানায়, আমরা ভেনেজুয়েলার সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখছি এবং এমন পরিস্থিতি নিরসনে একটা ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।

তিনি আরো জানান, ইতিমধ্যে রাশিয়া এমন পরিস্থিতি নিরসনের কিছু প্রস্তাব দিয়েছে ভেনেজুয়েলাকে। তবে প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত কিছু সংবাদ মাধ্যমে জানানো হয় নি।

ভেনেজুয়েলার অর্থনীতি ও তেল উৎপাদন খাতে মস্কোর বিলিয়ন ডলার বিনিয়োগ আছে। বিগত এক মাস ধরে ভেনেজুয়েলায় তীব্র রাজনৈতিক অস্থিরতা চলছে।

চলতি বছরের ২৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। সেখানে শপথও নেন তিনি।

গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশও গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেয়।

অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘোষণা করে রাশিয়া, চীন, তুরস্ক ও মেক্সিকোসহ আরো কয়েকটি দেশ। এরপর থেকে দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতার দেখা দেয়।

এছাড়া এরপর মাদুরো সরকারের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি পিডিভিএসএ’র ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়, ভেনেজুয়েলার তেল খাত থেকে উপার্জিত অর্থ দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে দেওয়া হবে।

এছাড়া সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার মিত্ররা এখন থেকে আর দেশটির জনগণের সম্পদ হরণ করতে পারবে না।

Bootstrap Image Preview