Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় ৬৫ বছর ধরে মাদুর বিক্রি করছেন শত বছর বয়সী সুনীল

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


তালা উপজেলার অনেক বছরের পুরনো শিল্প মাদুর। এ অঞ্চলের ২ থেকে ৩'শ পরিবারের আয়ের প্রধান উৎস ছিলো এ মাদুর শিল্প। কিন্তু কাঁচামাল সংকটের পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় মাদুর শিল্প বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 

উপজেলার বড় মাদুর শিল্প এলাকা হলো মাগুরা ইউনিয়নের মাদরা গ্রাম। এ ইউনিয়নের প্রায় ৫০ টি পরিবারের মানুষ এক শিল্পের ওপর নির্ভরশীল ছিলেন। মাদুর বিলুপ্ত হওয়ার সত্বেও ৬৫ বছর যাবৎ মাদুর বিক্রয় করে আসছেন উপজেলার মাদরা গ্রামের স্বর্গীয় হরেন মন্ডলের পুত্র সুনীল মন্ডল (১০০) ।

মাদরা গ্রামের শত বছর বয়সী সুনীল মন্ডল জানান, তাদের গ্রামের অধিকাংশ পরিবারের নারীরা/পুরুষরা মাদুর বুননের সঙ্গে যুক্তছিলো। কিন্তু এখন আর তেমন কেউ মাদুর তৈরি/ বিক্রয় করে না। আমি প্রায় ৬৫ বছর ধরে মাদুর বিক্রয় করি । আমার ২ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তান আছে। বড় ছেলে ব্যবসা করে, ছোট ছেলে মাছ চাষ করে।

আপনি এখনো কেন মাদুর বিক্রয় করেন এমন প্রশ্ন করা হলে সুনীল বলে, এটা আমাদের বাপ-দাদার পেশা। ইচ্ছা হলেও ছাড়তে পারি না । তাই সকাল হলে মাদরা থেকে প্রায় ৭-৮ কি:মি পথ তালায় হেটে আসি। যদি মাদুর বিক্রয় হয় ভালো, না হলে আবার বাড়ি ফিরে যায় ।

অন্যরা কেন মাদুর বিক্রয় ছেড়ে দিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কয়েক বছর আগেও প্রতি কাউন মেলের দাম ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। ফলে এক জোড়া মাঝারি ধরনের মাদুর উৎপাদনে ৩৭০ থেকে ৩৮০ টাকা ব্যয় হচ্ছে। অথচ বাজারে এ মাদুরের প্রতি জোড়ার পাইকারি দাম ৪০০ টাকা। এতে এক জোড়া মাদুরে ২০ থেকে ৩০ টাকার বেশি লাভ থাকছে না।

ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এক জোড়া বড় আকৃতির মাদুর তৈরিতে উৎপাদন খরচ হয় প্রায় ৬০০-৭০০ টাকা। অথচ এর বাজার মূল্য ৫০০ থেকে ৫২০ টাকা।

মাদুর শিল্পের এমন দুরাবস্থার কারণ সম্পর্কে জানতে চাইলে এর শিল্পীরা জানান, বলা না বলা অনেক কথা। তার মতে, মাদুরের প্রধান উপকরণ মেলের চাষ এখন একবারেই কমে গেছে। আর দু’এক জন যারা আবাদ করেন তার দামও আকাশ ছোয়া। একদিকে আধুনিক প্লাষ্টিক শিল্পের আধিক্যে চাহিদা কম অন্যদিকে একটি মাদুর তৈরিতে যে পরিমাণ খরচ হয় বাজারে ঠিক সে পরিমাণ দাম পাওয়া যায় না। তাই এ ব্যবসা আর কেউ করতে চায় না।

Bootstrap Image Preview