Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ৯২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলশান-২ পার্ক রোড এলাকা থেকে ৯২৫ পিস ইয়াবাসহ আরাফাত আবেদীন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব)।  অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ব্যাংকের ২টি ক্রেডিট কার্ড এবং মাদক বিক্রির ১৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

এদিকে গেল ৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলা মোড়ে র‌্যাবের চেকপোস্ট থেকে২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন মাদক ব্যবসায়ীকে আটক করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

মাদকবিরোধী অভিযানের মধ্যেও ঢাকায় চড়া দামে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কক্সবাজারের মাদক ব্যবসায়ী রহমান,নবী ও ওমর ফারুকের কাছ থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতো আটক ব্যক্তিরা। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে সেগুলো কক্সবাজার থেকে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় থাকা তাদের সহযোগীদের কাছে সরবরাহ করতো বলে জানিয়েছে র‌্যাব-২।

 

 

 

 

 

Bootstrap Image Preview