Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী লোক উৎসব

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview


‘ভাটির সুরের টানে’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী লোক উৎসব। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে।

এ লোক উৎসব উপলক্ষে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ বক্তৃতা করেন।

এসময় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, হবিগঞ্জ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ বৈচিত্রময় একটি জেলা। এই জেলায় জন্ম নিয়েছেন মরমি কবি শেখ ভানু শাহ, মুন্সি শাহ জহির উদ্দিন দীনহীন, সৈয়দ শাহনুর, কিম্মত আলী শাহ ও কালা শাহ ফকিরসহ আরও অনেক সাধক। জেলার লোকজ ঐতিহ্যকে ধারণ করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ার মতো লোকজ ঐতিহ্যের জাতীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যেই এই উৎসবের আয়োজন।

হবিগঞ্জের সহকারী কমিশনার তাসলিমা শিরিন মুক্তা জানান, জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনের এ উৎসবে মঞ্চ মাতাবেন চিশতি বাউল, শাহনাজ বেলী, রিংকু, ফকির শাহাবুদ্দিন, বাউল আশিক, বাউল আব্দুর রহমান, বাউল রনেশ ঠাকুর, কাজী শুভ, লায়লা, জালালী সালমা, রুমা সরকার, গামছা পলাশসহ আরও অনেকে।

Bootstrap Image Preview