Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদালতের সব দাপ্তরিক কাজে বাংলা ভাষা চান ডেপুটি স্পিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উচ্চ আদালতের রায় বাংলায় লেখার মাধ্যমে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। একইসাথে উচ্চ আদালতে রায় লিখাসহ দাপ্তরিক সব কাজ বাংলা ভাষায় লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবে সোমবার বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের বাধ্যবাধকতা রয়েছে। তাই যেসব সম্মানিত বিচারকগন এখনো ইংরেজি ভাষায় বিচারের রায় লিখছেন। তাদের উচিত বাংলা ভাষায় বিচারের রায় লেখাসহ আদালতের সমস্ত দাপ্তরিক কাজ বাংলাভাষায় লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা।

বিগত নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের অন্ধভাবে সরকারের সমালোচনা না করে সংসদে এসে জনগণের কথা বলার আহ্বানও জানান ডেপুটি স্পিকার।

Bootstrap Image Preview