Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাস্তবে অভিনেতার স্ত্রী হলেও পর্দায় মোদির সহধর্মিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। ‘পিএম নরেন্দ্র মোদি’ নামের এ সিনেমায় মোদি চরিত্রে অভিনয় করবেন বলিউডের খ্যাতনামা অভিনেতা বিবেক ওবেরয়। তার স্ত্রী যশোদাবেনের চরিত্রটি রূপদান করবেন বরখা সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা উমাং কুমার।

কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর স্ত্রী বরখা সেনগুপ্ত বলেন, ‘আহমেদাবাদে সিনেমাটির শুটিং হবে। ইতোমধ্যে চরিত্রটির জন্য হোমওয়ার্ক শুরু করেছি। পড়াশোনা করছি, গুজরাটি ভাষাও শিখতে হবে। যশোদাবেন সম্পর্কে যত বেশি জানতে পারব, তাতে চরিত্রটি ফুটিয়ে তুলতে সুবিধা হবে। তাই এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি।’

তবে যশোদাবেনের লুকের বিষয়ে এখনি কিছু জানাতে নারাজ বরখা। মোদির লুক আনতে একটানা সাত ঘণ্টা নাকি মেকআপ করেছিলেন বিবেক। গত ৭ জানুয়ারি মুম্বাইয়ে ২৩টি ভাষায় সিনেমাটির পোস্টার প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিশ।

‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমাটি প্রযোজনা করছেন সন্দীপ সিং ও সুরেশ ওবেরয়। গত দুই বছর ধরেই সিনেমাটি নিয়ে কাজ করছেন তারা। খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে।

Bootstrap Image Preview