Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমার থেকে আসছে না গবাদিপশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারে নতুন করে অভিযান শুরু হওয়ায় সেখান থেকে বাংলাদেশে গবাদি পশু আসা বন্ধ রয়েছে। পাশাপাশি সেদেশ থেকে আসছে না কাঠও।

গত এক মাস ধরে সীমান্ত বাণিজ্যে মন্দা আরও ঘণীভূত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা পশু আমদানিকারক সমিতির সভাপতি আবদুল্লাহ মনির বলেন, ‘মিয়ানমারে নতুন করে অভিযান শুরু হওয়ায় সেদেশের ব্যবসায়ীরা পালিয়ে বেড়াচ্ছেন। ফলে গত এক মাস ধরে সেদেশ থেকে টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোরে পশু আসা বন্ধ রয়েছে। পাশাপাশি স্থলবন্দরে কাঠ আমদানিও বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছেন।’

শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি থেকে কক্সবাজারে টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোরে পশু আমদানির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এর আগে ১ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সময়ে ৩ হাজার ৩৯১টি গরু ও ৪৪০টি মহিষ আমদানি থেকে ১৯ লাখ ১৫ হাজার ৫শ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এর পর মিয়ানমার থেকে এই করিডোরে আর কোনও ধরনের গবাদিপশু বোঝাই ট্রলার আসেনি। এছাড়া টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্যেও পণ্য আমদানিতে প্রভাব পড়ছে। বন্দরে অন্যান্য পণ্য আসলেও কাঠ আমদানি বন্ধ রয়েছে গত এক মাস ধরে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গত জানুয়ারি মাসে টেকনাফ স্থলবন্দরে কাঠ আমদানি করে সরকার ২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

শুল্ক বিভাগ জানায়, ‘চোরাইপথে গবাদিপশু আসা রোধে ২০০৩ সালে ২৫ মে শাহপরীর দ্বীপ করিডোর চালু করে সরকার। সেখানে প্রতি গরু-মহিষ থেকে ৫০০ এবং ছাগল থেকে ২০০ টাকা হারে রাজস্ব আদায় করা হয়। বিজিবি ও শুল্ক বিভাগের তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের মাধ্যমে রাজস্ব আদায় হয়। করিডোর প্রতিষ্ঠার পর ১‌৫ বছর সময় পার হলেও সরকারি ব্যবস্থাপনায় সেখানে কোনও স্থাপনা গড়ে ওঠেনি।’

টেকনাফের শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাস জানান, ‘পশুর করিডোর থেকে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে আসছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে গবাদি পশু আসা বন্ধ রয়েছে। পাশাপাশি স্থলবন্দরেও আসছে না কাঠ। ফলে চলতি ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায়ের টার্গেট পূরণ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘মিয়ানমারে নতুন করে অভিযান শুরু হওয়ায় সেদেশের পশু ব্যবসায়ীরা দৌড়ের ওপর রয়েছেন। ফলে মিয়ানমার থেকে করিডোরে পশু আসা এখন বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview