Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মোঃ ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে ৬৭ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর হিন্দুপাড়া গ্রাম থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শ্যামল বর্মণের দুই পুত্র বাড়ির পূর্বে পাশে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে মূর্তিটি দেখতে পায়। পরে শ্যামল বর্মণসহ স্থানীয়রা মূর্তিটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানার এসআই রুহুল আমিন ও এএসআই আনারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঐ দিন রাতে উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর হিন্দুপাড়া গ্রামের মনমত বর্মণের পুত্র শ্যামল বর্মণের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাস হোসেন জানান, আদালতের অনুমতিক্রমে প্রত্নতত্ত্ব বিভাগে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview