Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের মালয়েশিয়া যাওয়ার সময় শিশুসহ ২২ রোহিঙ্গা উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় শিশুসহ ২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি।

রবিবার মধ্যরাতে শাহপরীরদ্বীপ খুরেরমুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় দালাল চক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ নারী, ১১ শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন। তারা সবাই কুতুপালং এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আছাদুজ্জমান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ খুরেরমুখ নামক স্থানে মালয়েশিয়ায় পাচারের জন্য উত্তর লম্বরি পাহাড়ে কিছু রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। খুরেরমুখে বিজিবির অস্থায়ী চেকপোস্টের হাবিলদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল এসব রোহিঙ্গাদের উদ্ধার করেন। জিজ্ঞাসবাদে রোহিঙ্গারা জানিয়েছেন তারা মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারের অপেক্ষা করছিলেন।

তিনি আরও জানান, অনিরাপদ জেনেও রোহিঙ্গারা সাগরপথে মালয়েশিয়া যেতে দালালের সহযোগিতা নিচ্ছেন। তবে কোন দালালের মাধ্যমে তারা যেতে এখানে এসেছেন তা কোনোমতেই স্বীকার করেননি।

উদ্ধার হওয়া ৩ নারী, ৪ জন শিশু এবং একজন পুরুষসহ ৮ জন বালুখালী ক্যাম্পের। বাকি ৬ নারী এবং ৮ জন শিশুসহ ১৪ জন কুতুপালং ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। পরে সংশ্লিষ্টদের মাধ্যমে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বিজিবির এ অধিনায়ক।

Bootstrap Image Preview