Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ১০ কোচিং সেন্টারে তালা, লাখ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে কাযক্রম চালানোর অভিযোগে ১০টি কোচিং সেন্টারকে চিহ্নিত করে তালা ঝুলানো হয়েছে। পাশাপাশি আটজনকে কারাদণ্ড এবং নগদ জরিমানাও আদায় করা হয়েছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চলে।

অবৈধভাবে কার্যক্রম চালানো কোচিং সেন্টারগুলো হল- মোহাম্মদপুরের ম্যাক, লুমিনাস ও পাসওয়ার্ড কোচিং সেন্টার, ফার্মগেটের ম্যাবস ও মবিডিক কোচিং সেন্টার, ধানমন্ডির উদয় কোচিং সেন্টার এবং জিগাতলার নব দিগন্ত একাডেমিক কোচিং, জয়যাত্রা, অনন্য ড্রিমস অ্যান্ড ক্রিয়েটিভ ও ব্রেইজ কোচিং সেন্টার।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমতি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালানো সবগুলো কোচিং সেন্টার সিলগালা করে দেওয়ার পাশপাশি নব দিগন্তকে এক হাজার, জয়যাত্রাকে পাঁচ হাজার, অনন্যকে ৯১ হাজার, ব্রেইজকে তিন হাজার, ম্যাককে চার হাজার, লুমিনাসকে পাঁচ হাজার এবং পাসওয়ার্ডের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, জরিমানার পাশাপাশি মবিডিকের চারজনকে এক মাসের ও একজনকে ১৫ দিনের এবং ম্যাবসের তিনজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রশ্ন ফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষার সাত দিন আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।

 

Bootstrap Image Preview