Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় এমবিএম ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

এম সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কক্সবাজারের উখিয়ার সাবেক রুমখাঁ পালং এলাকায় এমবিএম ইটের ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি পাহাড় কেটে অবৈধভাবে মাটি এনে ইটের ভাটায় মজুদ করে ইট প্রস্তুত করার অভিযোগে পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে এই অর্থদণ্ড দেয়া হয়।

এসময় কক্সবাজার পরিবেশ অধিদফতরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম, উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক তপন বড়ুয়া, হলদিয়া পালং বনবিটের বিট কর্মকর্তা মহিউদ্দিন, উখিয়া ভূমি অফিসের তহশিলদার শেখর আহমদ।

এ ব্যাপারে এমবিএম ইট ভাটার মালিক পক্ষ জানান, পরিবেশ অধিদফতর ও সংশ্লিষ্ট দফতরের প্রয়োজনীয় লাইসেন্স, ছাড়পত্র ও কাস্টমস ভ্যাট দিয়ে বৈধভাবে ইট তৈরি করা হচ্ছে।

 

 

 

 

 

Bootstrap Image Preview