Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে শুরু হল ১৯ দিনব্যাপী একুশে বইমেলা 

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে অমর একুশে বইমেলা।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

উদ্ভোধনকালে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জাতীয় পতাকা, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন চসিকের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে কাপাসগোলা সিটি করপোরেশন কলেজের ছাত্রীরা।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের প্রকাশকদের ১১০টি স্টল অংশ নিয়েছে।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা।

বক্তব্য রাখেন, বইমেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, বইমেলার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, জামাল উদ্দিন, সচিব সুমন বড়ুয়া, সমন্বয়কারী আশেক রসুল টিপু প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবীদ ড. মোহীত উল আলম, প্রকৌশলী আলী আশরাফ, কবি সাথী দাশ, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, লেখক সাখাওয়াত হোসেন মজনু, মর্জিনা আকতার, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ, শেখ শওকত ইকবাল, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সলিমুল হক চৌধুরী বাচ্চু, মো. জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ প্রমুখ।

আয়োজক কমিটি জানায়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে। 
 

Bootstrap Image Preview