Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি গিয়াস উদ্দিন চৌধুরী  

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ  
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview


একাদশ সংসদ নির্বাচনেরর পর পর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচন ৩/৪ ধাপে অনুষ্ঠিত হচ্ছে।সে অনুপাতে ১৮ মার্চ দ্বিতীয় ধাপে চকরিয়া উপজেলা পরিষদের  নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ থেকে ডজনখানেক প্রার্থী নৌকা প্রতীক পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলো। ফলে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ নৌকার প্রতীকের প্রার্থী নির্ধারণের জন্য জরুরী সভা আয়োজন করছিল। কিন্তু ডজনখানেক প্রার্থী থাকার কারণে সে জরুরী সভা থেকে কোন একক প্রার্থী নির্ধারণ করতে পারে নাই। ফলে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ তিন জনের নাম প্রস্তাব করে কেন্দ্রের মধ্যে তালিকা পাঠান।

তারা হলেন- চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ থেকে সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও ককক্সবাজার জেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগকারী প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী।

তারা তিনজনই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন কমিটি চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীকে নৌকার প্রতীকে মনোনয়ন দেন।

চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনেরর নৌকার প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। সে জন্য মহান রব্বুল আলামীনের কাছে শুকরিয়া জানাই এবং নেতাকর্মীদের তার জন্য কাজ করার অনুরোধ জানান।
 

Bootstrap Image Preview