Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকার ময়লা দূর করতে কলকাতায় সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন রাখতে একসঙ্গে কাজ করবে কলকাতা। এ জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ঢাকা ও কলকাতা।

কলকাতাভিত্তিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার কলকাতা করপোরেশনের মেয়র ফরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বৈঠকটি কলকাতায় অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। কলকাতা বর্জ্য অপসারণ দফতরের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার।

কলকাতা শহরের জঞ্জাল অপসারণ পদ্ধতি নিয়ে একটি প্রোজেক্ট দেখানো হয় সাঈদ খোকনকে। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে দুই মেয়র বলেন, কলকাতা ও ঢাকার মধ্যে আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বর্জ্য অপসারণসহ একাধিক বিষয়ে স্বাক্ষর হবে।

Bootstrap Image Preview