Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে শিবিরকর্মীর হাতে নির্যাতনের শিকার কৃষক

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে শিবির কর্মীদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন রফিকুল ইসলাম নামের এক কৃষক। 

শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে।

রফিকুল ইসলাম জানান, আমি আমার বাড়ি যাওয়ার সময় শামসুলের সাথে দেখা হলে রফিক ভাই শুনেন বলে হঠাৎ করেই মারধন শুরু করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই হুুমকিতে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান তিনি। 

তিনি অভিযোগ করে বলেন, সিনএবি গ্রামের নওশাদ আলীর সাথে আমার বাড়ির পাশে জমিজামা নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছিলো। গত ৬ ফেব্রুয়ারী আমি আমার জমি দেখতে গেলে নওশাদ আলী আমাকে অহেতুক গালিগালাজ ও কোদাল উঠিয়ে মারতে আসে। পরে তার ছেলে শিবির ক্যাডার শামসুল হক লাঠিসোটা নিয়ে আমাকে মারধরের প্রস্তুতি নেয়। এই সময় আমি আামর ভাই চাচাদের ডেকে রক্ষা পাই।

এই নিয়ে শনিবার গোদাগাড়ী মডেল থানায় শিবির ক্যাডার ও তার পিতা জামায়াত নেতা নওশাদ আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই বিষয়ে অভিযুক্ত শামসুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায় নি।

জানা গেছে, ২০১৩ সালে দেলওয়ার হোসেন সাইদীর রায়ের সময় এই শিবির ক্যাডার রাস্তায় অবরোধ করে জ্বালাও পোড়াওসহ বিভিন্ন নাশকতায় অংশগ্রহণ করেছিলেন।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আনারুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম লিখিতভাবে শামসুল হক ও নওশাদ আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়ে গেছে। ওসি স্যার নেই, আসলেই রফিকুল ইসলামকে মারধর ও অভিযোগের বিষয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

Bootstrap Image Preview