Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবি আল মাহমুদের অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


দেশের বরেণ্য কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

রবিবার (১০ ফেব্রুয়ারি) কবি আল মাহমুদের ছেলে মীর মোহাম্মদ আনিস একটি গণমাধ্যমকে জানান, বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বার্ধক্যজনিত কারণে কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে।

তিনি বলেন, শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত বাবা বেশ ভালো ছিলেন, আমাদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু ৯টার পর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। তবে এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি।

এর আগে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ৮২ বছর বয়সী দেশের বরেণ্য এ কবিকে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর শংকরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হলেও পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতালে ডা. আবদুল হাইয়ের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন আল মাহমুদ। এর আগেও কবি এ চিকিৎসকের কাছে নিয়মিত চিকিৎসা সম্পর্কিত পরামর্শ নিয়েছেন বলে জানিয়েছেন কবির ছেলে। একইসঙ্গে তিনি কবি আল মাহমুদের জন্য দেশের মানুষের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

Bootstrap Image Preview