Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১দিনে আটক ৫৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় মাদকদ্রব্যসহ ৫৬ জন সেবনকারী ও বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

আটকের সময় তাদের কাছে ১,১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩৪ গ্রাম ৭১০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৮১০ গ্রাম ৪২ পুরিয়া গাঁজা, ৪ বোতল ফেনসিডিল, ১৯২ ক্যান বিয়ার ও ৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন পাওয়া যায়।

ওবায়দুর রহমান  আরও বলেন, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ রাজধানীর শ্যামপুর ও জুরাইন থেকে সাতজন, সিরিয়াস ক্রাইম টিম রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও শাহবাগ থেকে ৩১ জন, গোয়েন্দা পূর্ব বিভাগ সায়েদাবাদ থেকে সাতজন ও গোয়েন্দা দক্ষিণ বিভাগ নিউমার্কেট থেকে ১১ জনসহ মোট ৫৬ জনকে গ্রেফতার করেছে।

 

 

Bootstrap Image Preview