Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বলিউডের খলনায়ক মহেশ আনন্দ আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


না ফেরার দেশে চলে গেলেন বলিউডের খলনায়ক চরিত্রের অভিনেতা মহেশ আনন্দ। মৃত্যুকালে মহেশ আনন্দের বয়স হয়েছিল ৫৭ বছর।

শনিবার (৯ ফেব্রুয়ারি) মুম্বইয়ের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। হার্ট অ্যাটাকে না কি অন্য কোনো কারণে মহেশ আনন্দ মারা গেছেন- তা জনতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মদ্যপান করতেন এই খল অভিনেতা।  কয়েক বছর যাবত দেশে একাই থাকতেন তিনি। অন্যদিকে তার স্ত্রী মস্কোতে ছিলেন।

গত শতকের নব্বইয়ের দশকে বিভিন্ন হিন্দি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

মহেশ আনন্দ অভিনীত অন্যতম সিনেমাগুলো হচ্ছে- শাহেনশাহ, মজবুর, স্বর্গ, থানাদার, বিশ্বত্মা, গুমরাহ, খুদদার, বেতাজ বাদশা, বিজেতা, কুরুক্ষেত্র ইত্যাদি।

Bootstrap Image Preview