Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া মালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রায় এক বছরের বেশি সময় থেকে ঝুলে থাকার পর আজ ভোটগ্রহণ শুরু হয়।

রবিবার সকাল ৮টা থেকে ওই কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার। 

এরপরে ৩ দফা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেও আওয়ামী লীগ প্রার্থীর মামলার কারণে ওই ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়। 

এখন পর্যন্ত এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগম পাঁচ হাজার ১৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে।

Bootstrap Image Preview