Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জের দশ উপজেলায় আ’লীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রথমধাপে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দশটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলায় উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ মুরাদ, সদর উপজেলায় জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, শাল্লা উপজেলায় আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুর উপজেলায় আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ছাতক উপজেলায় আ’লীগ নেতা মো. ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলায় আ’লীগ নেতা মো. আব্দুর রহিম, দিরাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম মনোনয়ন পেয়েছেন।

এদিকে চূড়ান্ত মনোনয়ন থেকে ছাতক উপজেলার বর্তমান চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দিরাই উপজেলায় হাফিজুর রহমান তালুকদার ও দোয়ারাবাজারে ইদ্রিস আলী বীর প্রতীক বাদ পড়েছেন। এই তিন উপজেলায় বর্তমান চেয়ারম্যানদের বাদ দিয়ে নতুন মুখের তিন প্রার্থীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে। 

এর আগে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়নন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এর সভায় এসব প্রার্থীদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। 

 

 

Bootstrap Image Preview