Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপব্যবহার বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে এখন প্রায় আট কোটি জনগণ ইন্টারনেট ব্যবহার করয়েছেন। অবাধ এই ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারও বেড়েছে। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্পাদিত সংবাদ বাড়ার ফলে এখন সাংবাদিকদের আরও সতর্ক দৃষ্টি রাখতে হবে বলেও তিনি সতর্ক করেন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গণমাধ্যমের বিস্তর বিস্তৃতি ঘটেছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে মিথ্যা সংবাদের প্রবণতাও। পাশাপাশি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও অভূতপূর্ব বিপ্লব ঘটেছে।

ড. হাছান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, দায়িত্বে থাকলে ভুল হতে পারে। দায়িত্বে না থাকলে ভুল হওয়ার প্রশ্নই আসে না। আপনারা ভুলের গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা কাজকে শাণিত করে। কিন্তু সমালোচনা অন্ধ হলে আমাদের তা হতাশ করে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে। আমরা নবম মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) নিয়েও যথাযথ কাজ করছি। গণমাধ্যম নীতিমালা তৈরি হয়েছে। এটাকে আইনে আওতায় নিয়ে আসতে হবে।

Bootstrap Image Preview