Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

আজ শনিবার সকালে নন্দীগ্রাম ২০ শয্যা আধুনিক হাসপতাল প্রাঙ্গণে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। 

এবার উপজেলার প্রায় বাইশ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বলে জানা যায়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহামুদ সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল জানান, ৬ মাস বয়সী শিশু থেকে শুরু করে ৫৯ মাস বয়সী শিশুদেরকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার বিভিন্ন স্থানে মোট ৪৮ টি কেন্দ্র থেকে এই সেবা দেয়া হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুরা খাবে নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা খাবে লাল রঙের ক্যাপসুল। যে ক্যাপসুল খাওয়ানো হবে তা সম্পূর্ণ নিরাপদ বলেও জানান তিনি।

Bootstrap Image Preview