Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview


আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় ৮৭টি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

চূড়ান্ত মনোনয়ন তালিকায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবাইদুল কাদের রাজনৈতিক কার্যালয়ে প্রথম ধাপের নির্বাচনে বিভিন্ন উপজেলার নাম ঘোষণা করেন। এরই মধ্যে গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত হিসেবে উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের নামটিও ঘোষণা করা হয়।

মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে জাহাঙ্গীর আলম নিজেই। তিনি সকলের নিকট দোয়া এবং নৌকার বিজয়ের জন্য কাজ করার আহবান জানান।

এদিকে জাহাঙ্গীর আলমের মনোনয়ন নিশ্চিতের বিষয়টি প্রকাশ পাওয়ার পর বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, 

পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে।

দেশের ৪৯২টি উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার ভোট হচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে।

প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ  হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

উপজেলাগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী বাছাইয়ে তৃণমূল থেকে সুপারিশ নিয়ে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

Bootstrap Image Preview