Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বানিয়াচংয়ে দু’পক্ষের সংর্ঘষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে ওমর আলী নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পইলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উমর আলী (৫০) ওই গ্রামের মৃত জজ মিয়া চৌধুরীর ছেলে। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

স্থানীয় সূত্র জানায়, পৈলারকান্দি গ্রামবাসী প্রতি বছরের মতো এই বছরও ওয়াজ মাহফিল করার প্রস্তুতি নেয়। শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মসজিদে বসে চাঁদা সংগ্রহের তালিকা তৈরি করা হয়। লিটন নামে এক কৃষকের পাঁচশ’ টাকা চাঁদা ধরা হয়। এ সময় লিটন জানান, পাঁচশ’ টাকা দেয়ার সামর্থ্য নেই তার। এ নিয়ে ওমর আলীর সঙ্গে তার তর্কবির্তক হয়। পরে বিকালের দিকে লিটন ও ওমর আলীর ছেলে বাবলুর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংষর্ঘে লিপ্ত হন। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে ওমর আলী মেম্বার মারা যান বলে স্থানীয় বাসিন্দারা জানান।

স্থানীয় ইউপি সদস্য সানাউল হক হারিছ জানান, ওমর আলী মেম্বার নিহতের ঘটনার পর প্রতিপক্ষের একটি দোকানের জিনিসপত্র লুটপাটসহ অন্তত ২০টি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Bootstrap Image Preview