Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview


আজ পর্দা নামছে মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ জানুয়ারির পরিবর্তে গত ৯ জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলা

মেলার শুরু ও মাঝে শৈত্যপ্রবাহের কারণে ভিড় কম থাকলেও শেষের দিকে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোয় মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম জনস্রোতে রূপ নেয়। তারপরও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ দিন মেলার সময় বাড়ানোয় বিক্রেতারা মধ্যবর্তী ক্ষতি পুষিয়ে নিয়েছেন।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুর রউফ বলেন, শৈত্যপ্রবাহের কারণে মাঝখানে লোক সমাগম কম হলেও শেষের দিকে ভিড় ছিল। বিগত বছরের তুলনায় ক্রেতা-বিক্রেতার সংখ্যা বেড়েছে। ক্রেতা-বিক্রেতা সবার সহযোগিতায় সফলভাবে মেলা শেষ হবে বলে আশা করছি।

সামি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জামাল হোসেন বলেন, শেষ দিকে সময় বাড়ানোয় বেচাবিক্রি ভালো হয়েছে। টার্গেট অনুযায়ী বিক্রি না হলেও কাছাকাছি পৌঁছতে পেরেছি।

মেলার গেট ও পার্কিং স্থানের দায়িত্ব পালন করা একাধিক কর্মী বলেন, শনিবার হলেও মেলায় চাপ কম। সকালে গেট খুলে দেয়ার পরপরই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে থাকেন।বিকাল ৫টার পর দর্শনার্থীদের চাপ বহুগুণে বেড়ে যাবে ।

উল্লেখ্য,এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে । ২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলিয়ে ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ছিল ১১২টি। ৭৭টি মিনি প্যাভিলিয়ন ছাড়াও ছিল ৪০০টি স্টল। ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠানের মেলায় অংশ নেয়।

Bootstrap Image Preview