Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীশংকৈলে শৈত্যপ্রবাহে দুর্বিষহ জনজীবন  

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাঘের শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রচণ্ডহারে ঠাণ্ডা বাতাস ও ঝিরিঝিরি বৃষ্টিতে জেঁকে বসেছে ঠাণ্ডা। প্রচণ্ড শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বড় সমস্যার মুখোমুখি হয়েছে ছিন্নমূল মানুষ ও শিশুরা।

তীব্র শীতের মধ্যেও অসংখ্য অসহায় পরিবারের লোকজন শীতের কাপড় ছাড়াই দিনাপাত করছে। এছাড়াও শীতজনিত রোগের তুলনামূলক প্রকোপ বেড়ে গেছে। তাছাড়া ইরি মৌসুমের ধানের চারা শীতের প্রকোপে মরতে শুরু করেছে। এতে কৃষকের কপালে পড়ছে দুশ্চিন্তার ছাপ।

শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে সাধারণ মানুষ। শীতবস্ত্রের দাম বাড়লেও নিম্নআয়ের মানুষেরা ফুটপাতে ভিড় জমিয়েছে শীতবস্ত্র কেনার জন্য। শীতের প্রথম ধাপে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী, দানশীল ব্যক্তি, এনজিও প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করলেও এখন ততটা লক্ষ করা যাচ্ছে না। তাছাড়া সরকারিভাবে যেসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় তার সিংহভাগ চলে যায় রাজনৈতিক ব্যক্তি, কর্মকর্তা কর্মচারীসহ আমলাদের ডাইনে বায়ে থাকা মানুষের হাতে। বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ।

এবারের সরকারি শীতবস্ত্র গুলি উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরাও ভাগ বসিয়েছেন। প্রকৃতপক্ষে যাদের পাওয়ার তার তারা পাননি। প্রভাবশালীরা নিলেও তালিকাটা হচ্ছে গরিব মানুষসহ অপরিচিত মানুষ জনের নামে। যাচাই করলে সেই মানুষগুলোর সন্ধান পাওয়া যাবে না বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে গেছে। এ অবস্থা আরো কিছুদিন বিরাজ করতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফিরোজ আলম জানান, ঠাণ্ডাজনিত কারণে শিশুদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, নিউমেনিয়া, শ্বাসকষ্ট, গলা ব্যথা, এ্যাকোনিউমোনিয়া, ফ্যারেনজাইটিস, অ্যালার্জি ইত্যাদি রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শীতের তীব্রতা অব্যাহত থাকলে রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। এছাড়া শীতজনিত রোগের সাথে ডায়রিয়ার প্রকোপও দেখা দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা জানান, এবার যথেষ্ট পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview