Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিতার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ  
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


মোঃ তাওসিফ কক্সবাজারের পেকুয়া মডেল সরকারি স্কুল থেকে এসএসসি পরিক্ষা দিচ্ছে।সে বিজ্ঞান বিভাগের খুব মেধাবী ছাত্র। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ছিল তার ইংরেজি পরিক্ষা।সকাল সাড়ে ৮টা যথা সময়ে পরিক্ষার জন্য বের হওয়ার জন্য পুস্তুত। ওই সময় শিক্ষক পিতা নাজেম উদ্দিনের মরদেহ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়লেও পরিক্ষা দেয়ার মনস্থির থেকে পিছিয়ে যায়নি সে।

অবেশেষ পিতার মরদেহ বাড়িতে রেখে ছেলে পরিক্ষা শেষ করে বাড়িতে ফেরার সাথে সাথেই এলাকায় হৃদয় বিদারক ও কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

পেকুয়া গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নাজেম উদ্দিন (৪৫)। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এসময় এলাকাবাসী ছেলের প্রতি দোয়া রেখে বলেন, পিতার শোককে শক্তিতে পরিণত করে ছেলে পরিক্ষা দিচ্ছে এখানকার সময় কল্পনাও করা যায় না। অথচ সেই ঘটনার জন্ম দিল ছাত্র তাওসিফ। তিনি অনেক বড় হবেন এ আশা করছি।

পেকুয়া মড়েল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন বলেন, তাওসিফ খুব মেধাবী ছাত্র। অষ্টম শ্রেণীর পরিক্ষায় 'গোল্ডেন এ প্লাস' ও বৃত্তি পেয়েছে সে। এসএসসিতেও ইনশাল্লাহ ভাল করবে। তার পিতা আর নাই একথা জানার পরও পরিক্ষা দেয়ায় আমরা অনেক খুশি। দোয়া করি আমার ছাত্র অনেক বড় হবে।

কেন্দ্র সচিব আবদুল কাদের বলেন, পিতার মৃত্যুর সংবাদটি আমরা পাওয়ার সাথে সাথে পরিক্ষার হলে গিয়ে ছেলের সাথে দেখা করি। চেহারায় কষ্টের ভাব দেখা গেলেও মানসিকভাবে অনেক শক্তিশালী থাকায় খাতার লিখতে যথেষ্ট মনোযোগ ছিল। ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল। 
 

Bootstrap Image Preview