Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুুনামগঞ্জে সেতু ধ্বস, ট্রাক উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের

সুুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১০ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে বেইলি ব্রিজ (সেতু) ধ্বসে লোহা জাতীয় নির্মাণসামগ্রী পরিবাহী একটি ট্রাক নদীতে উল্টে পড়ে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পলাশগাঁও এলাকার তেরাকান্দ নদীর ওপর পুলের ঘাটে ওই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ঘটনাস্তলে পৌছে এক শ্রমিকের লাশ উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে ওই শ্রমিকের নাম পরিচয় জানাতে পারেনি। অপর আরো এক শ্রমিক উল্টে যাওয়া ট্রাকের নিচে নদীতে ডুবে আছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে তাহিরপুরের বিন্নাকুলিতে জাদুকাটা নদীর ওপর  নির্মাণাধীন সেতুর লোহা জাতীয় নির্মাণ সামগ্রী নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০৮৩০৪) তেরাকান্দা নদীর ওপর বেইলি বিজ্রের (সেতু) ওপর উঠা মাত্র সেতুর পাটাতন ধ্বসে ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়। ওই সময় ট্রাকের কেবিনে থাকা  চালক সহ অন্তত ৫ শ্রমিক ট্রাক থেকে দ্রুত নেমে পালিয়ে যায়।

এ দিকে ট্রাকের ওপরে ঘুমন্ত অবস্থায় থাকা অপর দুই শ্রমিক ট্রাক উল্টে নদীতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করলে নিহত এক শ্রমিকের লাশ বেলা দেড়টার দিকে উদ্ধারে সক্ষম হয়।

এ দিকে বেইলি ব্রিজ ধ্বসে পড়ায় বেলা সাড়ে ১১টা থেকেই সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর–তাহিরপুর, বিন্নাকুলি, লাউড়েরগড়, মিয়ারচর সড়কে জেলা শহরের সাথে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বিশ্বম্ভরপুর থানা এসআই আরিফুল ইসলাম ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই আল মামুন বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জানান,নদীতে নিমজ্জিত ট্রাকটি উদ্ধার করার পরই নিশ্চিত হওয়া যাবে ট্রাকের নিচে অপর নিহত শ্রমিকের লাশ রয়েছে কিনা।

Bootstrap Image Preview