Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন, পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন জাফর আলম

রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য জাফর আলমকে বন ও পরিবেশ জলবায়ু সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সংসদীয় এই স্থায়ী কমিটিটি মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গঠন করা হয়েছে। বিষয়টি সংসদ সদস্য জাফর আলম নিজেই নিশ্চিত করেছেন।

এমপি জাফর আলমকে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কমিটি ও কক্সবাজার জেলা সংশ্লিষ্ট বন ও পরিবেশ জলবায়ু সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার, চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জাফর আলম এই কমিটির সদস্য ও সংসদ সদস্য হিসাবে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Bootstrap Image Preview