Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাইকোর্টের সামনে থেকে অচেতন অবস্থায় ঢাবি অধ্যাপক উদ্ধার

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুল আরেফিনকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আতিকুর রহমান জানান, অধ্যাপক সাইদুল ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের পাশে থাকেন। কুমিল্লা থেকে তিনি আজ বুধবার ঢাকায় আসছিলেন। সায়দাবাদ থেকে বাসায় ফেরার সময় রিকশাতেই অচেতন হয়ে পড়েন তিনি।

পরে রিকশাচালক তাকে কদম ফোয়ারার পাশে রেখে চলে যান। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। অধ্যাপক সাইদুল আরেফিনের সঙ্গে থাকা মানিব্যাগ, ঘড়ি, ব্যাগ কিছুই পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানোর পর ঢাবির ওই অধ্যাপককে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।

Bootstrap Image Preview