Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী দলগতভাবে অংশগ্রহণ করে।

উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে উথলী ইউনিয়নের সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদরাসা ও কলেজ পর্যায়ে জীবননগর সরকারি মহিলা কলেজ বিজয় লাভ করে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের সহকারী প্রকৌশলী রাজিব হোসেন রাজু, ইউডিএফ আহসান হাবিব, মেহেরপুর পল্লী বিদ্যুৎ জীবননগর জোনাল অফিসের এজিএম মনিরুল ইসলামসহ সকল দফতরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

Bootstrap Image Preview