Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শতভাগ স্বচ্ছতা না থাকলে ঠিকানা হবে জেলখানা: গণপূর্তমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


শতভাগ স্বচ্ছতা নিয়ে আপনাদের কাজ করতে হবে। যারা এর বাইরে যাবেন তাদের ঠিকানা হবে জেলখানা বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিহ্যাব মেলা-২০১৯ উদ্বোধনকালে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

মন্ত্রী বলেন, আমাদের কিছু অসাধু কর্মকর্তা আছেন। তাদের কারণেই বেআইনিভাবে ভবন নির্মাণ করা হয়। কিন্তু রাজউক যখন বেআইনিভাবে নির্মিত ভবন ভাঙতে যায়, তখন কষ্টের টাকায় কেনা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন।

তিনি আরও বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল নাগরিকের আবাসন নিশ্চিত করা। এরই আলোকে ইতিমধ্যে বেসরকারিভাবে দুই লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার প্লট গ্রাহকদের হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী বলেন, মানুষ দুটি ব্যবসাকে ভয় পায়। ম্যানপাওয়ার ও অসাধু আবাসন ব্যবসা। এ অবস্থা দূর করতে হবে। মানুষের মধ্যে আস্থা ফেরাতে হবে।

Bootstrap Image Preview