Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলনগরে জরাজীর্ণ ব্রিজে প্রাণহানির আশংকা নিয়ে চলছে পারাপার!

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৪ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৪ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


কমলনগর-সোনাপুর-নোয়াখালী সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ব্রিজটি। লক্ষ্মীপুরের কমলনগরে চর কাদিরা ইউনিয়নে ভুলুয়া নদী ওপর নির্মিত এ ব্রিজে প্রাণহানির আশংকা থাকা সর্ত্বেও পারাপার হচ্ছে মানুষ। সরু ও ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল করছে ট্রাক, পিকআপ, ভ্যান, ট্রাক্টর, পাওয়ার টিলারসহ নানা যানবাহন।দিনরাত চলছে ওপাড়ে থাকা কলোনির মানুষজন।

সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ ব্রিজে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ জনগণ। ব্রিজেটি এতটাই জরাজীর্ণ, মরিচা ধরে লোহার রডগুলো বেরিয়ে গর্ত হয়ে রয়েছে। যা চলাচলের খুবই অনুপোযোগী। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবুও ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার গ্রামবাসীকে চলাচল করতে হয়। কারণ এই ব্রিজটি কমলনগর-সোনাপুর-নোয়াখালী সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিনিয়ত যোগাযোগে বিঘ্ন ঘটায় এ অঞ্চলের মানুষগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়াও এসব অঞ্চলের মানুষগুলো প্রায় চিকিৎসা সেবার জন্য নোয়াখালী সদরে হাসপাতালে যেতে হয়। এ পথটি সময় ও অর্থের সহজ যোগান দেয়। এ জন্য দ্রুত ব্রিজটি সংস্কার করা দরকার মনে করছে স্থানীয়রা।

ব্রিজটি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ার এখানকার কৃষকরা কৃষি উৎপাদিত পণ্য বাজারে ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারে না। কারণ যাতায়াতের কারণে বড় মাল বাহী ট্রাক ব্রিজটি দিয়ে যাতায়াত করতে ঝুঁকিতে পড়ে। বড় যানবাহন চলাচলে জোরে শব্দের সৃষ্টি হয়। যা আতংক সৃষ্টি করছে। এতে স্কুলের শির্ক্ষাথীরা নিরাপত্তাহীনতায় ভুগে। ব্রিজটি গর্ত হয়ে ফাঁকা হওয়ায় নিচে দুরত্ব দেখা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুলুয়া নদীর ওপর এই ব্রিজটি কমলনগর-নোয়াখালী সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় যাতায়াতের জন্য খুবই গুরুত্ব বহন করে। কিন্তু গাড়ি চলাচলে অনুপোযোগী হওয়ায় তাদের প্রচুর কষ্ট করতে হয়। চলাচলে বিঘ্ন ঘটার কারণে এসব অঞ্চলের জনগণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কার কিংবা নতুন ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পরেছে।

উপজেলার প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, ব্রীজটি পূণনির্মাণের জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview