Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধা আমিনুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আল আমিন মন্ডল, বগুড়া জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দেওনাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আদর’কে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) প্রদান করে দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বাদ আছর দেওনাই গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আদরের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।  

সোমবার রাত পৌনে ১২টার সময় অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক আব্দুল ওয়ারেছ আনসারী, গাবতলী মডেল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ সেলিম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, হুমায়ুন আলম চান্দু, কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, অধ্যক্ষ আব্দুল মজিদসহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview