Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা

ফিরোজ আহমেদ, নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নাটোরের বাগাতিপাড়ায় আন্তঃইউনিয়ন পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁকা ইউনিয়নের ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

মঙ্গলবার একডালা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে লোকমানপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে লোকমানপুর মহাবিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ ফারুখ উদ্দিন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বিচারক ছিলেন মাধ্যমিক ও কলেজ পর্যায়ে লোকমানপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফারুখ উদ্দিন বিশ্বাস, লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর ও একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ছিলেন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, খাটখইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ।

ইউনিয়ন পর্যায়ের পর আগামী ১০ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview