Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের বারণ মানবেন না গণফোরাম প্রার্থী মনসুর ও মুকাব্বির: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


গণফোরামের প্রার্থী সুলতান মো. মনসুর আহমেদ ও মুকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিতে ঐক্যফ্রন্টের বারণ  শেষ পর্যন্ত মানবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতাদের নিয়ে বৈঠকের পর কামাল হোসেন বলেন, 'দলীয় সিদ্ধান্ত উনাদের (দুইজনকে) স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, তারা শপথগ্রহণ করবেন না।'

এর মধ্যেই গত সপ্তাহে এ বিষয়ে সুলতান মনসুরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, 'দলীয় ফোরামে কী আলোচনা হয়েছে সেটা আমি শুনিনি। অসুস্থতার কারণে আমি বৈঠকে উপস্থিত থাকতে পারিনি। তবে জনগণ যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাই আমি শপথ নেব। সেটা সময়মতো নেব।'

এর আগে গতকাল  নেতাকর্মীরা বিএনপি ছাড়তে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, 'তারা এখন কি করবে এটা বুঝে পাচ্ছে না। দল থেকে পদত্যাগ করছে, অনেকেই করবে।'

তিনি বলেন, 'আমার তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের বক্তব্য, জনগন আমাদের ভোট দিয়েছে। আমরা জনগনের হয়ে সংসদে কথা বলতে চাই। এরকম মনোভাব তাদের মধ্যে আছে। এই অবস্থায় তাদের সংসদ সদস্য হিসেবে শপথ না করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কার্যকর নাও হতে পারে।'

সেতু মন্ত্রী বলেন, 'মির্জা ফখরুল ইসলাম যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, তাদের চাপরে মুখে কতদিন শপথ না নিয়ে থাকতে পারবেন এটাও ভেবে দেখতে হবে। অথবা কৌশলগত কারনে পরবর্তিতে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে।'

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি না আসলে অংশগ্রহণ মূলক হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর অভাব হবে বলে মনে হচ্ছে না। এটা তো জাতীয় নির্বাচন না। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী অনেক থাকবে।তবে এখানে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হওয়ার সুযোগ একেবারেই কম। বিএনপি নির্বাচনে না আসলেও অনেক দলই নির্বাচন করবে।'

বিএনপি কোন ধরনের কৌশল নিয়েছে কি না জানতে চাইলে কাদের বলেন, 'রাজনীতিতে এসব কৌশল, কুট কৌশল থাকে। সবাই সবারটাই মাথায় রাখে। বিএনপি এমন কি করতে পারে এটাও আমরা মাথায় রাখছি। তারা ওপেনলি মাঠে থাকছে না, আবার ভেতরে ভেতর মনোনয়ন পত্র জমা দিচ্ছে।'

বিএনপির কর্মসূচি মোকাবেলা করার কোন সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আন্দোলন যাকে বলে, সেটা গণআন্দোলন। গণআন্দোলন করার মত অনেক ইস্যু তাদের হাতে ছিল। যেমন ধরুণ বেগম জিয়া যখন গ্রেফতার হয়ে জেলে গেল, বেগম জিয়া জেলে যাওয়ার মত সেনসেটিভ ইস্যু তাদের দলের জন্য ছিল। তারা এ ধরনের ইস্যুকে যারা কাজে লাগাতে পারে নি, ব্যর্থ হয়েছে তারা নতুন করে কোন ইস্যুতে আন্দোলন করবে? তার হাতে তো কোন ইস্যু নেই।আন্দোলনের এজেন্ডা হিসেবে যেটাকে বিএনপি পিক করতে পারে, নতুন সরকারের এমন কোন ইস্যু নেই।'

কাদের বলেন, তারা এই মূহূর্তে ছত্রভঙ্গ এলোমেলো একটা দল। নির্বাচনে হেরে পথিক যেমন পথ হারিয়ে দিশেহারা হয়ে পরে। ঠিক তেমনি বিএনপিও  এখন দিশেহারা। তারা কি করবে না করবে, সেটাই তারা ভেবে পাচ্ছে না।'

Bootstrap Image Preview