Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন, বিচারপতিদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, আদালত মানুষের শেষ ভরসার জায়গা এবং দেশের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের অনেক দায়িত্ব রয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি আজ সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

নবনিযুক্ত তিন বিচারপতি হলেন, বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। রাষ্ট্রপতি গত ৮ অক্টোবর তাদের নিয়োগ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি হামিদ নতুন বিচারপতিদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে তারা ব্যাপক প্রচেষ্টা চালাবেন।

নতুন বিচারপতিরা বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রপতির কাছ থেকে সব ধরনের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন। সাক্ষাৎকালে অন্য মাঝে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview