Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালার বিধ্বস্ত বিমানে মৃতদেহের সন্ধান মিলেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইংলিশ চ্যানেলে নিখোঁজ হওয়া আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে বহনকারী উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ফলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেল উড়োজাহাজ দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন সালা ও তাঁর পাইলট ডেভিড ইবোটসন। এছাড়াও ওই ধ্বংসাবশেষের মধ্যে একটি মৃতদেহেরও সন্ধান পাওয়া গেছে।

গত মাসের শেষ দিকে (২১ জানুয়ারি) আর্জেন্টাইন ফুটবলার ইমিলিয়ানো সালার নিখোঁজ হওয়ার ঘটনাটি ছিল বেশ আলোচনায়। বিমানে করে ফ্রান্স থেকে রওনা হয়ে ইংলিশ চ্যানেলে নিখোঁজ হন আর্জেন্টাইন এই ফুটবলার।

বিমান দুর্ঘটনার পর অনেকদিন ধরেই সালা কিংবা পাইলট ডেভিড ইবোটসন, এমনকি বিমানের কোনো হদিস মেলেনি। এরপর সেই নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে ইংলিশ চ্যানেলে। সেখানে একটি মৃতদেহেরও সন্ধান পাওয়া গেছে। তবে সেটি সালার নাকি বিমানের পাইলটের তা নিশ্চিত করতে পারেনি তারা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সালার বিমান নিখোঁজ হওয়ার পর বেসরকারিভাবে 'ইয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ' অনুসন্ধান কাজে নামে। রবিবার বিমানের ধ্বংসাবশেষ মেলার তথ্য তারাই নিশ্চিত করে। এবার বলছে তার ভেতরে একটা মৃতদেহও দেখতে পাচ্ছে তারা।

ওই ব্রাঞ্চের সূত্র ধরে বিবিসি জানিয়েছে, তাদের পরিচালিত যন্ত্র আর কোন ধ্বংসস্তুপ বা তেমন কিছু খুঁজে পায়নি। তবে যে ভিডিও তারা পেয়েছে তাতে তার মধ্যে একজনের দেহের সন্ধান মিলেছে।'

মৃতদেহটি সালার নাকি পাইলটের তা নিশ্চিত হওয়ার জন্য তারা নতুন আরেকটি অনুসন্ধান চালাবে। আর সেজন্য তাদের পরিবার এবং পুলিশের সঙ্গে আলাপও করেছে তারা। সালার পরিবার সেখানে যাওয়ারও মত প্রকাশ করে।

এদিকে, সালার নিখোঁজে হতাশ হয়ে পড়েছেন তার বাবা। আর্জেন্টিনার এক টেলিভিশনের সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না। এটা দুঃস্বপ্ন। আমি হতাশ হয়ে পড়েছি।’

Bootstrap Image Preview