Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই ছাত্রকে র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল, ৬ ছাত্র আজীবন বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রকে র‌্যাগিংয়ের অভিযোগে ছয়জন ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ছয় ছাত্রকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে আইসিটি আইনের আওতায় মামলা করা হয়েছে।

র‌্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজামান ভূঁইয়া বলেন, ‘প্রক্টরিয়াল বডির সিন্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ছয়জনকে আজীবন বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের অধীনে মামলা হয়েছে।’

বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন, শিপন আহমেদ, শাহিন মিয়া, নাদিম ইসলাম, হৃদয় কুমার ধর, তুর্জয় হাওলাদার, আশিকুজ্জামান লিমন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বহিষ্কৃত ছয়জনের বাড়ি যথাক্রমে কেরানিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, ভোলা ও ফরিদপুর।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা ৭ থেকে রাত ১২টা পর্যন্ত নবাগত দুই ছাত্রকে র‌্যাগিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিতে আসে। এ ঘটনার দুই দিন পর আজ ওই ছয় ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Bootstrap Image Preview